Fitrah: A Child’s Natural State in Islam


Islam, Best Religion, Fitrah, Thoughts, Islami Blogs,


Alhamdulillah, I’ve been a dad for almost 4 months now.
Allah blessed me and my wife with a sweet baby girl — MashaAllah, can’t thank Him enough!

Babies cry, that’s normal, right? But man, figuring why they’re crying is a whole other game. Sometimes she’s hungry, sometimes her tummy hurts, sometimes maybe just scared — who knows.

One night I still can’t forget. It was past midnight. Suddenly my little one started crying like crazy — non-stop. Her grandma says one thing, her mom another. And me? I was just standing there, heart sinking. Seeing your only daughter cry like that, helpless — it breaks you, you know?

She was only 42 days old. I didn’t know what to do. But from day one, I always recite some Surah over her, blow on her — just to keep her safe from evil eye or bad vibes. That night I suddenly thought — let me just try this. Picked her up, brought my mouth close to her tiny ear and softly said, “A’udhu billahi min ash-shaytanir rajeem.”

Boom. She stopped crying. Just like that — subhanAllah. I kept going — all the short Surahs I know by heart — I whispered them all.

It worked. That’s the only word — it worked. My girl calmed down, went to sleep. I saw with my own eyes how powerful the Qur’an is. Since then, this is my thing — if she cries a lot, I don’t panic. I pick her up, hold her close, recite — and she quiets down. Alhamdulillah.

Our Prophet ﷺ said, “Every child is born upon the pure fitrah, but it’s the parents who make them Jew or Christian or fire-worshipper.” (Sahih Muslim)

Few weeks ago I saw a clip — think it was London — a mom shopping with her toddler. Suddenly the adhan starts echoing from a nearby mosque. That baby girl froze, looking here and there, searching where the sound’s from. Couldn’t find, so she just stood still, listening like an angel.

Kids are pure clay — pure fitrah — until we parents shape them, that’s real. Like clay pots — they become what we mold.

May Allah help us raise them right. Ameen.

Dated: 14th June, 2023 

সন্তান দ্বীনী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে


আলহামদুলিল্লাহ বাবা হয়েছি প্রায় ৪ মাস হয়ে গেল। আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালা আমাদের কোলে ফুটফুটে একটি কন্যা সন্তান দান করেছেন। মাশা আল্লাহ!

বাচ্চা কাচ্চা কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক! তবে বাচ্চারা কখন কি কারণে কাঁদে সেটা বুঝা খুব মুশকিল হয়ে যায়। কখনো ক্ষুধায়, কখনো ব্যথায়, কখনো বা ভয় পেয়ে বাচ্চারা কান্না কাটি করে।
একবার আমার মেয়েটা রাত ১২ টা থেকে এমন কান্না শুরু করলো, সেই কান্না আর থামেইনা। ওর দাদী বলে এক কথা, ওর মা বলে আরেক কথা। এদিকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমার একমাত্র মেয়েকে এভাবে কাঁদতে দেখে। কোনো কূলকিনারা পাচ্ছিলাম না আসলে কি থেকে কি করব? তখন মেয়ের মাত্র ৪২ দিন বয়স।
মেয়ে হওয়ার পর থেকেই আমি রেগুলার কুরআন থেকে বিভিন্ন সুরা পড়ে ফুঁ দিয়ে দেই যাতে কোনো রকমের কোনো বদনজর বা আছর মেয়ের গায়ে না পরে।
যাহোক সে রাতে হুট করেই একটা ব্যাপার মাথায় আসলো। ক্রন্দনরত মেয়েকে কোলে নিলাম এবং ওর কানে মুখ নিয়ে পড়লাম “আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজিম” তৎক্ষণাৎ মেয়ে একদম চুপ মেরে গেল। এরপর যতক্ষণ পারলাম এক নাগাড়ে যত সুরা মুখস্থ ছিল সব পড়ে গেলাম।
খুব দারুণভাবে কাজ করেছিল ব্যাপারটা সে রাতে। মেয়ে আমার একদমই শান্ত হয়ে গিয়েছিল। নিজ চোখে সেদিন দেখেছিলাম মহাপবিত্র আল কুরআনুল ক্বারীমের মাজেজা। এরপর থেকে এই আমলটাকে রেগুলার একটা আমল বানিয়ে ফেললাম। যখনই মেয়ে আমার কাঁদতে ধরে তখনই আমি তাকে কোলে নিয়ে কুরআন পড়তে শুরু করি। মুহুর্তেই মিন্নাত বাবা চুপ হয়ে যায়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতিটি শিশুই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতা-মাতাই তাকে ইহুদী, খৃষ্টান অথবা মূর্তিপূজক বানায়"। (সহিহ মুসলিম-৬৫২০)
বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। ভিডিওটা সম্ভবত লন্ডনের ছিল। এক মা তার বাচ্চা মেয়ে সহ শপিং মলে কেনাকাটা করছে। ঠিক সেই মুহুর্তে মসজিদ থেকে আজান ভেসে আসে। তখন বাচ্চাটি উদ্ভ্রান্তের মত এদিক সেদিক মাথা ঘুরিয়ে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে। এক পর্যায়ে উৎস খুঁজে না পেয়ে মনোযোগ সহকারে আজান শুনতে থাকে।
একটা অবুঝ বাচ্চা বুঝ হওয়ার আগ পর্যন্ত ইসলামের ফিতরাতের উপরেই থাকে। এজন্যইতো বলা হয় বাচ্চারা হচ্ছে কাদামাটির মত। তাদেরকে যেভাবে গড়ে তোলা হবে ঠিক সেভাবেই গড়ে উঠবে। যেমনভাবে কাদামাটি দিয়ে মাটির হাঁড়ি-পাতিল তৈরি করা হয়।

লেখাটির প্রথম প্রকাশকালঃ ১৪ জুন,২০২৩

Post a Comment

0 Comments