Insights on ChatGPT: Understanding Its Impact and Potential



ChatGPT, Career, Skill, Business, Content


Since OpenAI released ChatGPT, I have been using it from the start. Honestly, it has helped me a lot, especially for writing contents, ad copies, scripts, and learning new things I don't know. 

Sometimes it gives really good help, other times it gets a bit confusing or gives wrong info. But I know this technology is still new, so mistakes are normal. Still, I believe in a few years it will become a very strong tool in many fields. I’ve seen many people worried on social media that ChatGPT will take away jobs in the near future. 

But I don’t think that will happen. There are many opinions about jobs disappearing, so I won’t get into that. I just want to share what I’ve noticed myself. Using ChatGPT regularly, I found it to be a creative tool. Anyone can benefit from it if they learn to use it well. ChatGPT won’t take your job, but in the future, you will need to be more skilled to use it effectively. To get the best results, you have to give good instructions. The better your input, the better output you get. If your input is messy, the output will be messy too. it’s still just a machine. 
 
So, the key is to improve your skills. Move away from old-school learning and focus on creative education. Be technically sound and good with language. Learn the technical parts of your field well, so you can get the best from ChatGPT easily. Every time a new invention comes, people fear job losses. But later, those inventions create more jobs than before. So instead of worrying, prepare yourself to use ChatGPT and stay relevant.

Dated: June 17, 2023

চ্যাটজিপিটি সম্পর্কে অন্তর্দৃষ্টি: প্রভাব ও সম্ভাবনা

chatgpt, skill, mamuninsight, career growth, job, typing

ChatGPT নামক একটি AI সম্প্রতি released করেছে OpenAI নামক একটি প্রতিষ্ঠান। এটি released হওয়ার পর একদম শুরু থেকেই এটার user আমি। এটি ব্যবহার করে মোটামোটি ভালই উপকৃত হচ্ছি আমি বিশেষ করে কন্টেন্ট রাইটিং, এড কপি মেকিং, স্ক্রিপ্ট রাইটিং এবং অজানা কোনো তথ্য সম্পর্কে ধারণা পাওয়ার জন্য।

ChatGPT কখনো কখনো আমাকে অনেক বেশী help করেছে আবার কখনো কখনো বাকওয়াস তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যদিও আমি ধরেই নিয়েছি এই টেকনোলজি এখনও শিশু। তাই technical fallacy/glitch থাকাটাই স্বাভাবিক। তবে আগামী কয়েক বছরে সব সেক্টরে ChatGPT খুব শক্তিশালী একটা টুলস হবে এটা সহজেই অনুমেয়।
.
যাহোক ChatGPT আসার পর থেকেই একটা বিষয় ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে, ChatGPT’র কারণে recent future এ অনেকেই নাকি jobless হবে। এ নিয়ে অনেকের কপালেই দেখলাম দুঃশ্চিন্তার ভাঁজ পরে গেছে। তবে আমার কাছে তেমনটা মনে হয়না। জব থাকবে কি থাকবেনা এই ব্যাপারে অনেক লেখালাখি হয়েছে তাই আমি সেদিকটায় যাচ্ছিনা। আমি একান্তই নিজের কিছু মতামত তুলে ধরছি।
.
একদম শুরুর দিক থেকে যেহেতু ChatGPT use করে আসছি। তো use করতে করতে আমার কিছু ব্যক্তিগত observations হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো ChatGPT creative একটি টুলস। কাজে লাগাতে পারলে যে কেউই এটা থেকে উপকৃত হতে পারবে। ChatGPT চাকরি খেয়ে ফেলবেনা কারও, কিন্তু এটাকে use করার জন্য অনেক বেশী skilled হতে হবে সামনের দিনগুলোতে।
.
কারণ, আমি যতটুকু বুঝেছি ChatGPT থেকে best outcome বের করতে হলে best input এখানে দিতে হবে। যে যত বেশী ভাল input দিতে পারবে ChatGPT তার সামনে best output টাই হাজির করবে। গোঁজামিল input দিলে গোঁজামিল output পাওয়া যাবে। কারণ, দিনশেষে এটাও একটা টুলস অথবা মেশিন।
.
আর একারণেই সামনের দিনগুলোতে অনেক বেশী skilled হওয়া জরুরি। গৎবাঁধা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে creative learning এ মনোযোগী হতে হবে। বিশেষত Technically sound এবং Language efficient হতে হবে। যে field এ লেখাপড়া হবে সেই field related Technical বিষয়গুলো আয়ত্ব করতে হবে। যাতে করে খুব সহজেই ChatGPT থেকে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা যায়।
.
যুগে যুগে যত আবিষ্কার এসেছে সবসময়ই মনে হয়েছে এই বুঝি এটার কারণে চাকরি চলে গেল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেই আবিষ্কারটাই আরও অনেক বেশী কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
.
তাই ChatGPT’র কারণে চাকরি হারানোর আশংকা না করে better হবে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে কর্মক্ষেত্রে টিকে থাকা যাবে সে অনুযায়ী এখন থেকেই নিজেকে prepare করা।
.
১৭ই জুন, ২০২৩
.
#mamuninsight #skill #chatgpt #CSD

Post a Comment

0 Comments