The Quran: Your Guide to Overcoming All Difficulties



AlQuran, Islam, Miracle, Deen,

Whenever I feel very sad or upset, reading the Quran with its translation feels like medicine for me. I once heard that in any situation, especially a difficult one, if someone sits down and starts reading the translation of the Holy Quran, Allah will give an easy solution within a few verses after that. And it can be from any Surah or any part of the Quran! This is one of the miracles of the Holy Quran.

I have seen this happen many times in my own life. Alhamdulillah! Whenever I feel depressed or when problems feel very close and I can’t find any way out, I sit down with the translation of the Quran. I start reading from any random Surah, Para, or verse. I believe with all my heart that Allah, the Almighty, will surely show me a way. Because of this strong belief, I have experienced this miracle of the Quran many times. Alhamdulillah!

I don’t need to read many verses. Usually, from the verse I start with, within the next four or five verses, by Allah’s special mercy, I find a solution. The verses that come are related to the problem I am facing and guide me. Then my heart feels happy. Because there is nothing more valuable than finding a solution to your problems. And if that solution comes from the Holy words of Allah, then it is an even bigger blessing.

Alhamdulillah! Thanks be to Allah!

আল-কুরআন; সকল সমস্যার সমাধান

যখন খুব বেশী মন খারাপ লাগে অনুবাদ সহ আল-কুরআন পড়াটা আমার ক্ষেত্রে টনিকের মত কাজ করে। কারণ, আমি একবার শুনেছিলাম যেকোনো সিচুয়েশনে বিশেষ করে খারাপ কোনো সিচুয়েশনে কেউ যদি পবিত্র কুরআনের অনুবাদ নিয়ে বসে এবং পড়তে থাকে তার জন্য নাকি আল্লাহ তায়ালার পক্ষ থেকে সহজ একটা সমাধান কুরআনের পরবর্তী কয়েকটি আয়াতের মধ্যেই চলে আসে এখন সেটা আল-কুরআনের যেকোনো সুরা, যেকোনো পারা থেকে পড়া হোক না কেন! এটাও পবিত্র গ্রন্থ আল-কুরআনের অন্যতম একটি মাজেজা।

.
আমার জীবনেও আমি এরকম অনেক ঘটনার সাক্ষী। আলহামদুলিল্লাহ! যখনই কোনো কারণে ডিপ্রেশন কাজ করে, নিশ্চিত বিপদ ঘাড়ের উপর এসে নিঃশ্বাস ফেলে, বিপদে কুল কিনারা খুঁজে পাইনা তখনই বসে যাই পবিত্র কুরআনের অনুবাদ নিয়ে। র‍্যান্ডম একটি পারার বা সুরার; যেকোনো একটি আয়াত থেকে পড়া শুরু করি। মনে প্রাণে এই বিশ্বাস রাখি যে, আমার আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালা অবশ্যই আমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিবেন। আর এই অটুট বিশ্বাসের কারণে, আমি বহুবার আল-কুরআনের এই মাজেজা প্রত্যক্ষ করেছি। আলহামদুলিল্লাহ!
.
আমাকে খুব বেশী আয়াতের অনুবাদ পড়তে হয় ব্যাপারটা তেমন না। যেখান থেকে শুরু করি, এরপর থেকে পরবর্তী চার কিংবা পাঁচ আয়াতের মধ্যেই আল্লাহর খাস রহমতে একটা সল্যুশন পেয়ে যাই। আমি ঠিক যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো আয়াত দিক নির্দেশনা হিসেবে আমার কাছে চলে আসে। তখন মনটা খুশীতে ভরে উঠে। কারণ, একজন মানুষের জীবনে সমস্যা সমাধানের মত দামী জিনিস আর কিছুই হতে পারেনা। আর সমাধানটি যদি স্বয়ং আল্লাহ তায়ালার নাজিলকৃত পবিত্র কালামে পাক থেকে আসে তাহলে তো কথাই নেই।
.
আলহামদুলিল্লাহ! শুকুর আলহামদুলিল্লাহ!
.
#mamuninsight #MyIslam #AlQuran #Blogs
 

Post a Comment

0 Comments