Rizq Is Settled from the Skies; Specifically from Allah (SWT)


Rizeek, Rizq, MyIslam, Blogs, Islami Blogs

I truly believe with all my heart that Rizq (sustenance) is decided from above, and I’ve seen proof of it again and again.

This morning, I really felt like having polao and roast for dinner. Every Thursday, my aunt’s cloud kitchen, Kulu Washrabu - كل واشرب, makes roast polao with extra gravy.

So, early in the morning, I texted my aunt and asked her to keep two orders ready — one for me and one for my father. But my aunt replied, saying she wouldn’t be able to serve food today somehow. I felt a bit disappointed and gave up on the idea of having roast polao tonight and just focused on work.

Today was also my first event since I joined my new office. Thanks to my past experience, I managed the whole event nicely and smoothly from start to finish. Alhamdulillah!

Anyway, the business unit that arranged the event told us around noon that they had arranged lunch for the brand team as a thank you. I felt good hearing that.

When lunchtime came, the lunch packages were brought to our desks. I opened mine and to my surprise — there it was: fluffy white polao, extra gravy, a boiled egg, and salad. I was honestly shocked — just this morning I had wanted roast polao, and by noon, Allah provided it in an unexpected way!

After lunch, I noticed that there was still one extra lunch box left because one of my colleagues was absent that day. One of my teammates said, “Mamun bhai, if you want, you can have it.” But I was already full and thought I couldn’t eat anymore, so I just kept it on my desk.

Later, when I was about to leave the office, I thought, why not take it home for my father? And at that moment, I realized I was amazed again — Allah fulfilled my second wish too. In the morning, I had wanted to order roast polao for both me and my father from my aunt’s cloud kitchen, and in the end, that’s exactly what happened in another way.

That’s why I always say — Rizq truly comes from above.

November 21, 2024


রিজিকের ফায়সালা আসমান থেকে হয়

রিজিকের ফায়সালা আসমান থেকে হয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং প্রমাণও পেয়েছি বারংবার। 

আজ সকাল থেকেই মন চাচ্ছিল আজ ডিনারে পোলাও আর রোস্ট খাব। কারণ প্রতি বৃহস্পতিবারে আমার খালামনির ক্লাউড কিচেন Kulu Washrabu - كل واشرب তে রোস্ট পোলাও উইথ এক্সট্রা গ্রেভি থাকে। 

তাই সকাল সকাল খালামনিকে নক দিয়ে বললাম, আমার আর আব্বুর জন্য ২ টা অর্ডার রাখেন। খালামনি আশাহত করে বললেন যে, আজকে সামহাউ খাবার সার্ভ করা পসিবল না। শুনে অনেকটা আশাহত হয়ে রোস্ট পোলাও খাওয়ার আশা বাদ দিয়ে কাজে মন দিলাম। 

আজ আমার নতুন অফিসে জয়েন হওয়ার পর প্রথম ইভেন্ট ছিল। পূর্ব অভিজ্ঞতার দরুণ খুব সুন্দর এবং গোছালোভাবেই ইভেন্টের শুরু থেকে শেষ সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ! 

যাহোক যেই বিজনেস ইউনিটের ইভেন্ট ছিল তাদের পক্ষ থেকে দুপুরে জানানো হলো যে, তাদের বিজনেস টিমের পক্ষ হতে ব্র‍্যান্ড টিমের জন্য লাঞ্চের আয়োজন করা হয়েছে। শুনে ভালো লাগলো। 

যথারীতি লাঞ্চের সময় হলো এবং ডেস্কে লাঞ্চের প্যাকেজ আসলো। প্যাকেজ খুলে দেখি, ঝরঝরে সাদা পোলাও, এক্সট্রা গ্রেভি আর একটা ডিম সেদ্ধ আর সালাদ। মানে কতটুকু অবাক হয়েছি আমি, বলার বাহিরে। সকালে রোস্ট পোলাও খেতে ইচ্ছে করছিল, মহান আল্লাহ তায়ালা দুপুরেই ইচ্ছে পূরণ করে দিলেন।

লাঞ্চ শেষে দেখলাম ব্র‍্যান্ড টিমের সবার খাওয়া শেষে একটা লাঞ্চ প্যাকেজ এক্সট্রা রয়ে গেছে কারণ, একজন কলিগ আজকে অনুপস্থিত ছিল। তো আমার টিমেরই একজন বললো, "মামুন ভাই আপনি এটা পারলে খেয়ে ফেলেন"। ভাবলাম পেট ভরা আর খেতে পারবনা। ফলে খাবারটা ঐভাবেই আমার ডেস্কে ছিল। পরে অবশ্য অফিস থেকে বের হওয়ার সময় ভাবলাম বাসায় নিয়ে যাই আব্বু খাবেনে। 

ঠিক তখনই আরও একবার অবাক হলাম এই ভেবে যে, আল্লাহ আমার দ্বিতীয় ইচ্ছেটাও পূরণ করলেন। কারণ, সকাল বেলা আমি আমার এবং আমার বাবা ২ জনের জন্যই আমার খালামনির ক্লাউড কিচেন থেকে ডিনারের জন্য রোস্ট পোলাও অর্ডার করতে চেয়েছিলাম। 

এজন্যই আমি সবসময়ই বলি রিজিকের ফায়সাল উপর থেকে হয়৷ 

২১ শে নভেম্বর, ২০২৪

#mamuninsight #thoughts #rizeek #islamithoughts #MyIslam

 

Post a Comment

0 Comments