How FOMO Offers Influence Consumer Behavior



Back when I didn’t know any better — before I became a student of marketing — I used to feel this strong urge whenever I saw a tempting new product or an irresistible offer. I would think, “If I don’t buy this now, I’ll probably never get it again in this lifetime.”

Somehow, I’d manage the money, grab the product, only to find later that something even better, at an even bigger discount, had arrived on the market. Every time, I’d feel frustrated and silently scold myself for being so naive.

But once I chose marketing as my major in higher studies, it finally clicked — that fear I felt, the panic that I’d miss out if I didn’t buy right then and there, is actually a classic sales tactic. In marketing, we call it FOMO — Fear of Missing Out.
Retailers and online stores keep feeding us this fear: “Buy it now or regret it forever!” And this line hits our subconscious so hard that we often empty our wallets just to grab that shiny product before it “disappears”.

But the truth is, FOMO doesn’t just push us to buy things — it creeps into our lives in other ways too. It makes us think we’re always missing out on something. Whether in real life or on social media, we keep comparing ourselves: “Look at him, he bought an iPhone. She’s on another fancy trip. That guy’s career is booming!” And every time, we feel like we’re being left behind.

This mindset breeds jealousy, restlessness, and leaves us mentally exhausted. But here’s the thing — we believe that everything in life is already written for us. If you’re a believer like me, you know that long before we were even born, it was decided how long we’d live, what we’d earn, and what we’d get to enjoy.

So to protect our peace of mind, we must break free from this trap. Whether it’s a marketing gimmick or just daily life — we shouldn’t let FOMO run our decisions. If we do, we’ll spend our whole lives trying to satisfy endless desires — and never find true contentment.

A wise Islamic scholar once told me something I’ll never forget: “A human’s stomach is satisfied only when it’s filled with soil.” Meaning, only the grave can truly put an end to our cravings. It hit me hard — how true it is that real peace lies in being happy with less.

So let’s hold onto this thought: “Be content with little.”
Let’s not allow FOMO to rob us of the peace our hearts crave. 

FOMO অফারের প্রভাব: ভোক্তার সিদ্ধান্তে এর ভূমিকা

যখন অবুঝ ছিলাম I mean Marketing-এর ছাত্র হওয়ার আগ পর্যন্ত শপিং করার ক্ষেত্রে একটা জিনিস আমার মনে অনেক বেশী কাজ করত। নতুন কোনো পণ্য আসলে কিংবা লোভনীয় কোনো অফার পেলে মনে হত যে, আমি এই পণ্যটি বা অফারটি না কিনলে এটা আর ইহ জনমেও পাওয়া যাবেনা।

টাকা পয়সা ম্যানেজ করে লোভনীয় পণ্য কিনে ব্যবহার করার পর দেখি সেটার চেয়েও আরও ভাল প্রোডাক্ট আরও বেশী আকর্ষণীয় অফারে বাজারে চলে এসেছে। তখন খুব খারাপ লাগত আর নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকে গালাগাল দিতাম।

কিন্তু হায়ার এজুকেশনে মেজর হিসেবে মার্কেটিং নেয়ার পর বুঝলাম অতীতে আমি কেনাকাটার ক্ষেত্রে প্রোডাক্ট বা অফার হারিয়ে যাওয়ার যে ভয়টা পেতাম সেটাই সেলস বাড়ানোর একটি মার্কেটিং টেকনিক। আর এই টেকনিককে মার্কেটিং এর ভাষায় বলে FOMO বা Fear of Missing Out.

শপিং আউটলেটগুলোর লোভনীয় অফার আমাদেরকে সবসময় এই ভয়টাই দেখায়। "আমাকে এখনই কিনে ফেলো, It's Now or Never" কথাটি আমাদের অবচেতন মনকে এত মারাত্মকভাবে হিট করে যে আমরা আমাদের পকেটের সব টাকা খসিয়ে হলেও প্রোডাক্টটি কিনতে চাই।

মার্কেটিং-এর বাইরেও আমাদের জীবনে FOMO'র মারাত্মক প্রভাব রয়েছে। এটাতে আক্রান্ত একজন মনে করে সে জীবনের সব সুযোগ মিস করে ফেলছে। বাস্তব জগতে হোক কিংবা ভার্চুয়াল জীবনে সে যাই দেখে মনে করে তাঁর এটা পাওয়া উচিৎ। কেউ আইফোন চালাচ্ছে, কেউ ট্যুরে যাচ্ছে, কেউ ক্যারিয়ারে হিউজ গ্রো করছে; প্রতিনিয়ত এসব দেখে একজন মানুষ মনে করে যে সে এসব থেকে বঞ্চিত হচ্ছে।

আর এরকম ধারণা থেকে একজন মানুষ গ্লানিবোধ করে, ঈর্ষাণ্বিত হয়। পরিণামে মানসিকভাবে চরম অশান্তিতে থাকে। কিন্তু, We will get exactly what we destined to. আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাঁদের অবশ্যই এটা মনে রাখা উচিৎ আমাদের এই পৃথিবীতে আসারও হাজার বছর পূর্বে নির্ধারণ করা হয়েছে যে, আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব, কি খাব, কত টাকা কামাই করব ইত্যাদি।

মানসিকভাবে শান্তিতে থাকার জন্য FOMO থেকে বেরিয়ে আসা জরুরী। কোনো কোম্পানির মার্কেটিং টুলস হোক কিংবা ব্যক্তিগত জীবন কোনোভাবেই FOMO দ্বারা আকর্ষিত হওয়া উচিৎ নয়। FOMO দ্বারা আকৃষ্ট হয়ে একজন মানুষ নিজের সকল ইচ্ছে পূরণ করার জন্য সবকিছুই করে ফেলতে পারে। এজন্যই নশ্বর এই পৃথিবীতে এত্ত বেশী অশান্তি। আর হ্যাঁ, এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাঁর চাহিদার কোনো শেষ থাকবেনা।

আমার খুব কাছের একজন আলেমকে একবার বলতে শুনেছিলাম, "মানুষের পেট একমাত্র মাটির মাধ্যমেই ভরবে। অর্থাৎ মৃত্যুর পর কবরে গিয়ে"। কত তাৎপর্যপূর্ণ একটা কথা তাইনা। অথচ অল্পের মধ্যে যে কি পরিমাণ শান্তি তা বলে বোঝানো যাবেনা।

"অল্পেই হোক তুষ্টি" এই কথাটি মাথায় রেখে চলা উচিৎ। Let not the FOMO destroy our inner peace.

#BranMark #Marketing #Branding #FOMO 

Post a Comment

0 Comments