ChatGPT Is Now Available on WhatsApp


Lately, there’s been quite a buzz about how you can now use ChatGPT on WhatsApp. Out of curiosity, I tried it myself too. The user experience seemed pretty good. For basic chatting, it does the job well enough, but for advanced-level tasks, it doesn’t feel ready yet. Maybe they’ll improve that with future updates.

Anyway, the big question is: How do you actually find ChatGPT on WhatsApp? That’s the million-dollar question!

Well, you really don’t have to do much. Just like you normally save any contact on your phone, you have to save ChatGPT’s official number in your contacts. Once you save it, it will automatically show up on your WhatsApp contact list.

ChatGPT’s official contact number is: +1-800-242-8478



বেশ কয়েকদিন যাবৎ হইচই হচ্ছে যে, চ্যাটজিপিটি নাকি হোয়াটসঅ্যাপেও ইউজ করা যায়। কৌতুহলবশত আমি নিজেও ট্রাই করলাম। ইউজার এক্সপেরিয়েন্স বেশ ভালোই মনে হলো। ব্যাসিক চ্যাটিং এর মাধ্যমে মোটামোটি পারপাজ সার্ভ করার মত কিন্তু এডভান্সড লেভেলের কাজ আপাতত মনে হচ্ছে হবেনা। পরবর্তীতে আপডেট হলেও হতে পারে।

যাহোক, হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যাটজিপিটিকে খুঁজে পাওয়া যাবে? এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন!

তেমন কিছুই করতে হবেনা। নর্মালি আমরা যেভাবে একটা কন্ট্যাক্ট সেইভ করি ঠিক সেভাবেই চ্যাটজিপিটির অফিসিয়াল নাম্বারটি সেইভ করতে হবে। তারপর কন্ট্যাক্ট লিস্ট থেকে অটোম্যাটিক হোয়াটসঅ্যাপে জেনারেট হয়ে যাবে চ্যাটজিপিটির অফিসিয়াল নাম্বার।

চ্যাটজিপিটির অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে: +1800-242-8478
.

Post a Comment

0 Comments